বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম -সাধারণ সম্পাদক হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি ও শহরের বিশিষ্ট সমাজসেবক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে গত ২৫ জানুয়ারি দপ্তর সম্পাদক গোবিন্দ চাঁদ কুন্ডু স্বাক্ষরিত এক পত্রে নিক্কিকে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম -সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়।
ওই পত্রে বলা হয়, সংগঠনকে গতিশীল করতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি ওই সিদ্ধান্ত নেয়। এতে আরো বলা হয়, সুমিত কুমার আগরওয়ালার (নিক্কি) সুযোগ্য নেতৃত্বে সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে সংগঠন সাংগঠনিকভাবে আরও গতিশীল হবে।
এদিকে, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এবং সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংগঠনের সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)।
এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাবেন তিনি। তিনি সকলের সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাতলে নিয়ে আসতে কাজ করে যাবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি যেমন জনগনের আস্থা অর্জন করেছে, ঠিক তেমনি বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টকে সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও ভালোবাসার সংগঠনে পরিণত করতে কাজ করে যাবেন তিনি।
এদিকে, নীলফামারীর সৈয়দপুর থেকে এই প্রথম সনাতন ধর্মাবলম্বীদের একজন কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি ও সৈয়দপুর হিন্দু কল্যান সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালাকে (নিক্কি) অভিনন্দন জানিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, জাসাস, জিয়া মঞ্চ, জিয়া পরিষদ, শ্রমিক দল, সৈয়দপুর হিন্দু কল্যান সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।