ব্যক্তিগত স্কুলকে প্রতিষ্টিত করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজের এক প্রভাষক প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়ার জোড় লবিং করছেন। এর প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কিশোরগঞ্জ ইউএনওর কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
আওয়মীলীগের দোসর হিসাবে খ্যাত বড়ভিটা স্কুল এন্ড কলেজের প্রভাষক বাদশা আলমগীর অধ্যক্ষ হওয়ার জন্য জোড় তৎপরতায় ব্যস্ত। বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতাদের আশির্ববাদপুষ্ট হওয়ার জন্য ধর্ণাও দিচ্ছেন। ওই কলেজের অদূরে রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে প্রতিষ্ঠিত করতে অধ্যক্ষ পদ হাতছড়া করতে যেন তিনি নারাজ। তবে সহকর্মীরা তার বিরুদ্ধে সরব হয়েছে। গত ২৫ নভেম্বর’২০২৪ তারিখে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হকের কাছে তার অপকর্ম তুলে ধরে বড়ভিটা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক গোলাম সাদেক মোস্তাদির একটি লিখিত আবেদন দিয়েছেন। দায়িত্বপূর্ণ অধ্যক্ষের পদে তাকে যাতে না বসানো হয়, সে আহবানও জানান তিনি।
কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির ৬ নম্বর সিনিয়র সদস্য ও বড়ভিটা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া ওই প্রভাষকের অনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেন। ফলে তিনি তার কিন্ডারগার্টেনের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের চাপের মুখে ভর্তি করাতেন। গত বছর বড়ভিটা স্কুল এন্ড কলেজের ২ শতাধিক শিক্ষার্থীকে তার স্কুলে ভর্তী করান। এ বছরও একই ঘটনার অবতারণা করেন। এতে করে প্রতি বছরই বিপুল অংকের টাকা উপার্জন হয় বাদশা আলমগীরের। মহির উদ্দিন বসুনিয়া ২৭ নভেম্বর’২০২৪ তারিখে অবসরে যান।
বর্তমান সিনিয়র শিক্ষক প্রভাষক মোঃ ওয়াহেদুজ্জামান অধ্যক্ষের দায়িত্বে আছেন। বাদশা আলমগীর ১২ ডিসেম্বর’২০০৪ সালে ওই কলেজটিতে যোগদানকালীন সময়ে অনটন নিয়ে দিন কাটাতেন। ২০১০ সালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠিত করার পর অনেক বিত্ত-বৈভবের মালিক হয়ে গেছেন। এর আগে স্বল্পকালীন সময়ে বাদশা আলমগীর অধ্যক্ষের দায়িত্বে থাকার সুবাদে মহির উদ্দিন বসুনিয়া অধ্যক্ষ পদে নিয়োজিত হন। তখন থেকে দুই জনের মধ্যে সখ্যতা গড়ে উঠে। এর পরেই বাদশা আলমগীর নানা অপকর্ম শুরু করেন। সহকর্মীদের সাথে দুর্ব্যবহার ও তুচ্ছ ব্যবহার রুটিনে পরিণিত হয়। সকলেই অতিষ্ঠ হয়ে উঠেন।
২০২৩ সালের ডিসেম্বও মাসে বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেয়ার ছবি ফেস বুকে ভাইরাল হয়ে যায় বাদশা আলমগীর। ২০২৪ সালের বড়ভিটা আওয়ামীলীগের ব্যানারে কিশোরগঞ্জ শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুস্পার্ঘ অর্পণ করেন। এছাড়া ২০২৩ সালে বিজয় দিবসে আওয়ামী ঘরণা ‘উপজেলা নাগরিক কমিটির’ ব্যানারে স্থানীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।
এ ব্যাপারে কলেজ প্রভাষক বাদশা আলমগীরের সাথে কথা হলে তিনি জানান, অধ্যক্ষ পদের বিষয়ে ইউএনও স্যারের সাথে কথা হয়েছে। তিনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন। আমার রেসিডেন্সিয়াল মডেল স্কুলটির ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিকাল ২ টা থেকে সন্ধা পর্যন্ত কোচিং-এ অংশগ্রহন করে। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হক বলেন, বড়ভিটা স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক বাদশা আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।