দিনাজপুরের চিরিরবন্দরে পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় মনের ক্ষোভে গলায় ওড়না ফাঁস দিয়ে বিলকিছ নাহার (১৯) নামে এক তরুণী আত্নহত্যা করেছে। এ আত্নহত্যার ঘটনাটি গত ১২ জুন সোমবার দিবাগত রাতে কোন এক সময় উপজেলার সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামের মফিজপাড়ায় ঘটেছে। নিহত বিলকিছ নাহার ওইপাড়ার মো. নুরুজ্জামানের মেয়ে।
এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন সোমবার দিবাগত রাতে খাওয়া শেষে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় বিলকিছ তার শয়নকক্ষের বাঁশের পাইরের সাথে পড়নের ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। পরদিন অর্থাৎ গতকাল ১৩ জুন মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশের এস আই গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই গোপাল চন্দ্র সরকার জানান, বিলকিছ নাহার উপজেলার ট্রিলিয়ন গোল্ড কোম্পানীতে চুলের কাজ করতো। পরিবারের লোকজন তার পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় এবং অন্যত্র বিয়ে ঠিক করার কারণে সে মনের ক্ষোভে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।