নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী উপস্থিত থেকে নিজ হাতে অসহায় , দুস্থ শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ওই দিন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চলতি শীত মৌসুমের মাঘ মাসের তীব্র শীতে এলাকার অসহায় দুস্থ মানুষ গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে তিনি তাঁর সাধ্যমতো কিছু শীতবস্ত্র বিতরণ করেন। তিনি আরো বলেন, প্রতি বছরই তিনি শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় এবারও কিছু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন। এবারে আরো কিছু শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।