নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বিউটিফিকেশনও কার্টিং এন্ড সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর এলাকায় অবস্থিত বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ওই কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নুরেল হক।
এ সময় বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (অতি. দা.) মো. মশিউর রহমান, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিউটিফিকেশন ও কার্টিং এন্ড সেলাই প্রশিক্ষণ কোর্সে ২০ জন করে প্রশিক্ষণার্থী রয়েছে। এ দুই ট্রেডে তিন মাস প্রশিক্ষণ গ্রহন করবেন প্রশিক্ষণার্থীরা।
এছাড়াও একই অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের চারটি কোর্সের ৮০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আর এ ট্রেডগুলো হচ্ছে, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এন্ড মোটর ওয়েল্ডিং, রিপেয়ারিং ইলেকট্রনিক্স গুডস্, কম্পিউটার অফিস এপ্লিকেশন এন্ড হার্ডওয়্যার মেইনট্যানেন্স এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাউন এন্ড ভিডিও এডিটিং। উল্লিখিত কোর্সগুলোর প্রশিক্ষণের মেয়াদ ছিল ছয় মাস।