চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ। মোট শিক্ষার্থী অনুযায়ী সুযোগ প্রাপ্তির গড় হিসেবে দেশসেরা হওয়ার গৌরবও অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, এ পর্যন্ত ৫৩ জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গত বছরও প্রতিষ্ঠানটি থেকে ৫৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিল। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয়, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছে। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় প্রতিবছরের মত এবছরও সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। এর মধ্যে এবার ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই ফলাফল অনুযায়ী দেশের আর কোন প্রতিষ্ঠান থেকে শতকরা হিসেবে এত ভালো কৃতিত্ব দেখাতে পারেনি। তাছাড়া এখনও ঢাবিসহ প্রথম শ্রেণির বিশ^বিদ্যালয়গুলো এবং প্রকৌশল বিশ্ব বিদ্যালয়সমুহের ফলাফল প্রকাশিত হয়নি। এসব প্রতিষ্ঠানেও প্রায় আরও শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। তাতে দেখা যায় এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রায় শতভাপগই উচ্চ শিক্ষার সুযোগ প্রাপ্তিতে সাফল্যের স্বাক্ষর রাখবে। যা দেশসেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জনে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এমনই মন্তব্য করেছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। যার ফলস্বরূপ প্রতিবছরই শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য বয়ে আনে। এরই ধারাবাহিকতায় এবার ৫৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এটি আমাদের জন্য গর্বের।
কলেজটিতে শিক্ষাদানের বিষয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
তিনি আরো বলেন, কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। এর একটি হচ্ছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ আছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে ৫৩ জন, ২০২৩ সালে ৩৫ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।