নীলফামারীর ৬ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে ১২তম বার্ষিক রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগী বাছাই ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ জানুয়ারী) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে উদ্বোধণ করে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর সায়ীদ মুহাম্মদ, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর মুন্না রানী চন্দ, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম সহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজের একঘেয়েমি দূর করে কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিশু-কিশোররা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।
উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে জেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের সন্তানরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে ৩২ ইভেন্টে চুড়ান্ত প্রতিযোগী বাছাই করে ৯৬ জন বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বাংলাদেশ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার সকল সরকারি দপ্তরের জেলা পর্যায়ের সেরা খেলোয়াড় ও বাছাইকৃতদের নিয়ে ১২তম বার্ষিক রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।