কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নে কৃষক দলের আয়োজনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সমাবেশে মূল প্রবন্ধ পাঠ করেন দিনাজপুর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম পাভেল।
সমাবেশে নশরতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আব্দুল বাকী শাহর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সাবেক ছাত্রনেতা মো. শাহীন খান, সাবেক জেলা পরিষদের সদস্য ও চিরিরবন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সোহেল মিল্কী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফজালুর রহমান মানিক, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আসলাম এবং ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত কৃষকেরা বিগত সরকারের আমলে সার, বীজসহ কৃষিপণ্য বিপনন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এসময় বিএনপি নেতারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।