তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো (ফুট ভলিবল) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে তুলনামূলক নতুন একটি খেলা। এটি কিক ভলিবল নামেও পরিচিত। কোর্ট ব্যাডমিন্টনের আকারের, নেট ভলিবলের মতো। হাতের পরিবর্তে খেলোয়াড়রা পা, হাঁটু ও মাথা দিয়ে বল স্পর্শ করতে পারেন। যা এবার তারুণ্য উৎসবে স্থান পেয়েছে।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এখানে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ কোর্টের সরকারি কৌশলী এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম বক্তব্য দেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলার ছয় উপজেলার নারী ও পুরুষ এর ছয়টি টিম এতে অংশ নেয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।