ইতালির স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

দুই দলের সামনেই ছিল প্রথম শিরোপার হাতছানি। ইতালি এবারই প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠে। অন্যদিকে উরুগুয়ে আগে দুইবার শিরোপা লড়াইয়ে নামলেও হতে পারেনি চ্যাম্পিয়ন। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাফল্যের মুখ দেখল উরুগুয়ে। ইতালির স্বপ্ন ভেঙে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির উত্তরসূরীরা।
১৯৯৭, ২০১৩ আসরেও ফাইনাল খেলেছিল উরুগুয়ে। কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে তারা। অথচ ২০ মে যখন টুর্নামেন্ট মাঠে গড়ায় তখনও কেউ ভাবতে পারেনি ছোটদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফেভারিটের বাইরে কেউ হবে। ফলে ফেভারিটের তালিকায় থাকা ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ড ক্লাবগুলো থেকে খেলোয়াড় ছাড়িয়ে নিতে যতটা বাধার মুখে পড়েছে। ততটা বাধার মুখে পড়েনি উরুগুয়ে-ইতালি। ৮৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন লুসিয়ানো রদ্রিগেজ।

লা প্লাতায় ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে এদিন ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সবাই উল্লাস করছেন উরুগুয়ের হয়ে। মাঠে হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও।
বড়দের আসরে আর্জেন্টিনা জেতায় ইউরোপিয়ান আধিপত্যের অবসান হয়েছিল। এবার ছোটদের টুর্নামেন্টেও ঘটল একই ঘটনা। চার আসরে শিরোপা ঘরে তুলেছে ইউরোপিয়ান দল। উরুগুয়ে সেই ধারায় ছেদ টেনে দিয়েছে। তাতে ২০১১ সালের পর লাতিন অঞ্চল থেকে ট্রফি ঘরে তুলেছে কোনও দল। সর্বশেষ ২০১১ সালে ব্রাজিল শিরোপা জিতেছিল।
টুর্নামেন্টের টপ স্কোরার ছিলেন ইতালির কাসাদেয়ি। সাত গোল করলেও ফাইনালে ছিলেন নিষ্প্রভ।

  • Related Posts

    শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

    বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…

    Continue reading
    ১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি