দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি’র উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা কৃষকদলের আয়োজনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করে। এরই
অংশ হিসেবে চিরিরবন্দরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলার আব্দুলপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, দিনাজপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পাভেল, কৃষকদের পক্ষে নুর আলম সরকার দুলু, মোকলেছুর রহমান, ময়ছার আলী প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষকগণ উপস্থিত ছিলেন।