পিলখানা হত্যাকান্ডে চাকুরীচ্যুত দেশের সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পুর্নবহাল, দীর্ঘ ১৬ বছর ধরে জেলেবন্দি নির্দোষ বিডিআরদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
চাকুরীচ্যুত বিডিআরের হাবিলদার জোবায়দুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশ বক্তব্য দেন, সন্তোষ কুমার, আব্দুল আলিম, শামসুজ্জোহা, কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন ও তার মেয়ে রেবেকা রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ। আর সমাবেস সঞ্চালনা করেন সিপাহি সাদেকুল ইসলাম।
কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন বলেন, মামলা থেকে খালাশ পেয়েও বিষফ্রোক দ্রব্য আইনের তকমা লাগিয়ে ফের আমার স্বামীকে কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছে। আজো মুক্তি পাইনি। আমার সন্তানরা ১৬ বছর ধরে বাবার মুখ দেখেনি। বাবা হারা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার স্বামিকে মুক্তি দেয়া হউক। আমার স্বামীর কোন দোষ ছিলো না। ঘটনার সময় আমার মেয়ের বয়স ছিলো ১১ মাস। আজ মেয়ের বয়স ১৬বছর। মেয়ে তার বাবাকে একদিনের জন্য দেখতে পাইনি।
বন্দি জিয়াউর রহমানের মেয়ে রেবেকা রহমান বলেন, পৃথিবীতে যার বাবা বেঁছে থেকেও নাই, সেই বুঝে বাবা না থাকার ব্যাথা। তাই আমার বাবাসহ সকল আঙ্কেলদের মুক্তি দেওয়ার জন্য বিচারকদের কাছে অনুরোধ জানাই।
চাকুরীচ্যুত বিডিআর আব্দুল আলিম বলেন, চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা করুন দিনাতিপাত করছেন। কেউ রিকসা চালান, কেউ শ্রমজীবী হিসেবে দিন কাটাচ্ছেন। আর কেউবা কিছুই করতে পারেন নি আদৌও। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে স্ত্রী ও সন্তানদের।
আমরা চাই, স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হোক এবং জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক। সমাবেসে বক্তরা আরও বলেন, তদন্ত কমিশনকে স্বাধিন, নিরুপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…