নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে শহরের পুরাতন বাবুপাড়াস্থ শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে ওই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অভিজাত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি গ্রুপে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার শেষ দিনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, সিনিয়র শিক্ষক মুনিরা খান, সিনিয়র শিক্ষক আরিফ রশিদ প্রমুখ।
পুরস্কার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শারমিন আক্তার। শেষে বিশেষ দোয়া পরিাচলনা করা হয়। দোয়া পরিবেশন করেন স্কুলের সিনিয়র শিক্ষক মো. জুলফিকার আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু বলেন এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মেধার বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…