সৈয়দপুরে ৬০ বছর বয়সী মাকে রাস্তায় ফেলে দিলেন স্বজনরা

নীলফামারীর সৈয়দপুরে এক ৬০ বছর বয়সী মাকে রাস্তায় ফেলে দিলেন তার স্বজনরা। ওই বৃদ্ধা রেহানা বেওয়া সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায় থাকতেন। গতকাল রবিবার সবার অজান্তেই সন্ধ্যার পরে বৃদ্ধাকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের নতুন ডাঙ্গা পাড়ায় রাস্তার ধারে ফেলে দিয়ে যায় তাঁর আপনজনরা। পরে রাতে এলাকার মানুষজন দেখতে পেয়ে কিছু গরম কাপড় দিয়ে আগলে রাখে। পরে এলাকার যুবক রাসেল, খোরশেদ স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী নওশাদ আনসারী সহযোগিতায় নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে নিয়ে যান।
জানা যায়, বৃদ্ধার শরীরে ছিল প্রচন্ড জ¦র। রাস্তার ধারে পড়ে শীতে কাঁপছিলেন তিনি। শরীরের দানা বাধা নানা রোগ আর বয়সের ভারে নুইয়ে পড়েছেন। শরীরের এক সাইডে পুরো প্যারালাইসড তাই চলাচলও করতে পারেন না তিনি। সন্ধ্যায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসীও বুঝতে পারে যে হয়তো কেউ ফেলে দিয়ে গেছে এই অসহায় মাকে।

কনকনে শীতের মধ্যেই ওই অসহায় মাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে তাঁরই আপনজনরা। পরে সমাজসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় অসহায় ওই মায়ের জায়গা হয়েছে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের কর্ণাধার সাজেদুর রহমান সাজু নিজেই উপস্থিত হয়ে ওই মাকে বৃদ্দাশ্রমে নিয়ে যান।

ওই এলাকার খোরশেদ আলম জানান, সন্ধ্যায় রাস্তার ধারে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। রোগাক্রান্ত হওয়ায় তিনি চলা ফেরাও করতে পারতেছেন না। চা পানি নাস্তা দিলেও খেতে চাচ্ছিলেন না তিনি। তাঁকে কে বা কাহারা ফেলে দিয়ে গেছে। পরে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক এর সহযোগিতায় তাকে নিরাপদ বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করি।

সেচ্ছাসেবক নওশাদ আনসারী ও রাসেল আহমেদ জানান, ওই বৃদ্ধা মায়ের এক ছেলে ছিল সে মারা গেছে। পরে ছেলের বউয়ের অনত্রে বিয়ে হলে অসহায় হয়ে পড়ে এই মা। তাছাড়া তিনি রোগাক্রান্ত হওয়ায় হয়তো তার কোন আপনজনই রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। পরে মানবসেবক নিরাপদ বৃদ্ধাশ্রমের মালিক সাজু ভাইকে ফোনে অবগত করলে তিনি সাদরে ওই মাকে গ্রহন করেন এবং নিজেই মাইক্রোবাস নিয়ে এসে বৃদ্ধাশ্রমে নিয়ে যান।

বৃদ্ধাশ্রমের মালিক সাজু জানান, খবর পেয়ে আমি নিজেই ছুটে গিয়েছি, আমার নিরাপদ বৃদ্ধাশ্রমে অসহায় মা-বাবাদের জন্য সব সময় খোলা। তাই এই বৃদ্ধাশ্রমে যতদিন তিনি থাকতে চায়, আমি তাকে ততদিন রাখব ইনশাআল্লাহ।

  • Related Posts

    সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…

    Continue reading
    জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে শীতের  উপহার বিতরণ 

    জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বালিকা বিদ্যালয়ের ২শত মেয়ে শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলার ৩ টি ও…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি