নীলফামারীর ডোমারে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার উত্তর বাংলা গ্রাম উন্নয়ণ সংস্থার উদ্যোগে ৪শ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সোমবার(৬জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ মটুকপুর ইউনিয়নে উত্তর বাংলা গ্রাম উন্নয়ণ সংস্থার সার্বিক সহযোগীতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান শফিউল বারী বুলবুলের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ইউপি সদস্য সাইদার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সংস্থার চেয়ারম্যান শফিউল বারী বুলবুল বলেন,সংস্থাটি দীর্ঘদিন থেকে এলাকায় সামাজিক কর্মসুচী পালন করে আসছে। এবার এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…