দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসভা সদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া বলেন, ‘দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, এরপর তাকে গ্রেপ্তার করে একইদিন সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…