নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
সে ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সায়েম সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আবু সায়েম বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ, চাঁদাবাজির ও ডিমলা উপজেলায় কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের জমি দখল করে বালু উত্তোনের অভিযোগে গত ২০ সেপ্টেম্বর ডিমলা থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় নামীয় আসামি আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফহিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…