নীলফামারীতে ৪০০ দুঃস্থ মানুষের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে হাজী কল্যাণ সমিতি। শনিবার বিকালে নীলফামারী শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত শাহ ভিলায় ওই বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা ও পৌর হাজি কল্যাণ সমিতি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সামাদ শিকদার, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা হাজী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, প্রচার সম্পাদক মো. নুরুন্নবী, সদস্য মো. মজিবর রহমান, পৌর হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ। পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান বলেন, ‘অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য বিত্তবানদের উৎসাহিত করতে আমাদের এ আনুষ্ঠানিকতা’।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…