উত্তরের জনপথ নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা প্রায় প্রতিদিনই কমতে শুরু করেছে। এ এলাকার তাপমাত্রা আরও কমবে ও চলতি মাসে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে। এমন আভাস দিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম । বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১২ টা থেকে একটু রোদের ঝিলিক দেখা গেলেও বিকাল ৪টার পড়ে কুয়াশা আর হীমেল হাওয়া শুরু হয়েছে।
এ পিরিস্থিতিতে দিনে ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। তাপমাত্রা কমে যাওয়ায় শহরে দোকানগুলোর পাশে কাঠ ও কাগজ জ্বালীয় আগুনের উষ্ণতা নিচ্ছে মানুষজন। প্রতিদিনই এ অঞ্চলে শীতের তীব্রতা বাড়ায় কাহিল হয়ে পড়েছে বয়স্ক ও শিশুরা। কাজে যেতে পারছেন না দিন মজুররা। তীব্র শীত ও কুয়াশার কারণে রাতে ও দিনের প্রথম প্রহর লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ইতোমধ্যে এ উপজেলায় ৩ হাজার ২শ’ কম্বল বিতরণ করা হয়েছে এবং ১০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। কয়েকদিন ধরে তীব্র শীতে এই জনপদের মানুষ কষ্ট পাচ্ছেন। শীতার্ত মানুষের পাশে বিত্তবান ও বেসরকারি সংস্থাগুলোকে দাঁড়ানোর আহ্বান জানান।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নীলফামারীর সৈয়দপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১২ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর খিয়ারজুম্মা দোয়ালিপাড়া তকেয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার…