নীলফামারীতে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১২টা দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল এসব কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিছি ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক জহুরুল আলম। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেদোয়ানুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।
বক্তারা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…