নীলফামারীর সৈয়দপুর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ এর ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহরের বানিয়াপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহুরুল ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমান।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. মিজানুর রহমান, সমাজকর্মী ও সাংবাদিক এম ওমর ফারুক।
বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শাহিনা আখতার বানু ও রেহানা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক মো. ইলিয়াস।
অনুষ্ঠানে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ এর ফলাফল প্রকাশ শেষে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী ১৮জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…