দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অবসর যাওয়ায় ৩১/১২/২০২৪ ইং বেলা ১১ ঘটিকায় মহিলা কলেজ প্রাঙ্গনে বিদায় বরণ, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন ও গীতাপাঠ করে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের গভনির্ং বডির সভাপতি এ্যাডঃ মোঃ গোলাম হাফিজ। অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারন বক্তব্য প্রদান করেন শরীরচর্চা শিক্ষক শ্রী কমল চন্দ্র রায় ও সুধাংশু শেখর রায় প্রভাষক ইংরেজি, মোঃ জুলফিকার আলী বুলু প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, আবুল কালাম প্রভাসক আইসিটি, ডা: আনোয়ারুল করিম আনু, এ্যড: মাহাবুব, মোঃ রেজাউল ইসলাম, আবুল কাশেম মল্লিক প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নাল আবেদীন ও নুরুজ্জামান টুটুল ও বীর মুক্তিযোদ্ধা এ.কে. ভূইয়া এবং তোজাম্মেল হক খোকা প্রমুখ। মহিলা কলেজটি পঞ্চগড় জেলার মধ্যে ৬ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে অর্জন করেছেন । মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী ৩১/১২/২০২৪ থেকে অবসরে যান। এখন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য হিসাবে ১লা জানুয়ারী ২০২৫ থেকে মোঃ রেজাউল ইসলাম সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য হিসাবে দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের দায়িত্ব থাকবেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…