বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাকিব মাহমুদুল্লাহর (২১) চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন। মঙ্গলবার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ বদরুদ্দোজা এক লাখ টাকার চেক প্রদান করেন।
নীলফামারী ব্যটালিয়ন চত্বরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ওই চেক গ্রহন করেন সাকিব মাহমুদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ৫৬ বিবিজি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, সাকিবের বড় ভাই আকতার কোরাইশি ও ছাত্র আন্দোলনের সম্বয়কারী শ্রেষ্ট সরকার প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার অনার্স পড়ুয়া শিক্ষার্থী সাকিব মাহমুদুলহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশনিয়ে গত ১৮ জুলাই উপজেলা শহরের পাঁচ রাস্তার মোড়ে আহত হন। শরীরের বিভিন্ন স্থানসহ দুই চোখের ক্ষতি হয়। বন্ধুরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। এরপর রংপুর ও ঢাকার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসার পরেও বাম চোখের আলো ফিরে না আসায় দেশের বাইরে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে যেতে পারছেন না দেশের বাইরে।
জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়ার সাকিব মাহমুদুল্লাহ স্থানীয় একজন ক্রিকেটার। তার বাবা আকবর আলী ছেলেকে ক্রিকেটার তৈরীর স্বপ্ন দেখেছিলেন। ২০১৭ সালে সাকিবেরর বাবার মৃত্যু হলে সে স্বপ্নের সমাপ্তি ঘটেনি। ভাইবোনের মধ্যে সবার ছোট সাকিব অভাব-অনটনের সংসারে বিবিন্ন জেলায় ক্রিকেট খেলার আয়ে লেখাপড়া করতেন রংপুর কারমাইকেল কলেজে অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে।
অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিৎ করেছেন ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ বদরুদ্দোজা। তিনি জানান বৈষম্যবিরোধী আন্দেলনে আহত এবং নিহত ছাত্র জনতা ও তাদের পরিবারের পাশে থেকে বিজিবি সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাকিব মাহমুদুল্লাহকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…