নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। এ কারনে বিমানের কয়েকটি ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করছেন। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিমান বন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ ও গতিবেগ ঘন্টায় উত্তর পশ্চিম দিক থেকে ৫ কিােমিটার। এসময় দৃষ্টিসিমা (ভিজিবিলিটি) ছিলো মাত্র ৪০০-৫০০ মিটারের মধ্যে।
তিনি বলেন, বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলচলের সম্ভাবনা খুবেই কম। শীতকালে মুলত এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করে বিমান চলাচল করে থাকে।
সেখানে সকালে নভোএয়ারের যাত্রী সামসুল হক, শফিকুল ইসলাম বলেন, দরকারি কাজে ঢাকা যাওয়া প্রয়োজন কিন্ত ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছেনা। এছাড়াও, এয়ার অ্যাষ্ট্রার যাত্রী রহিমা বেগম জানান, সকালে সড়ক পথে ঠাকুরগাঁও থেকে এখানে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি কুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। কখন খুলবে সঠিকভাবে কেউ বলতে পারছেনা।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। আশা করি, বেলা বাড়ার সাথে সাথে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…