লফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যিশু খ্রীষ্টের জন্মদিন পালন করেছে ‘‘লাভ ফর লাইফ’’ নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের খ্রীষ্টীয় অনুসারীরা।
এ উপলক্ষে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামে দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজনের মধ্যে ছিল, সকালে গীর্জায় প্রার্থনা, পরে বড়দিনের কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা ও প্রীতি ভোজ। এসব কর্মসূচিতে অংশ নিয়েছে সেখানকার ধর্মীয় অনুসারীরা।
লাভ ফর লাইভের চেয়ারম্যান (প্রতিষ্ঠাতা) আমেরিকা প্রবাসী মাইকেল কোকিল রায় বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো বড়দিন উপলক্ষে ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানুষের সেবা করাই একমাত্র উদ্যোশ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামিতে একটি শিশু বিকাশ কেন্দ্র খোলার ইচ্ছা রয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করছি।’
এদিকে, সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশের খরব’ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি তৈয়ব আলী সরকার, প্রবাসি মাইকেল কোকিল রায়ের সহধর্মীনি লিনডা গাইন পাখি, পাষ্টর জেসন রায়, জেমস্ রায়, দিলীপ ঋৃষি ও শিক্ষার্থী কেমিলি রায়, মনিরা আকতার, জয়দেব রায় প্রমুখ।
নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, সদরের ৬৩ টি গীর্জায় সফলভাবে খ্রীস্টীয় ধর্মাম্বলী অনুশারীদের ধর্মীয় উৎসব অতি আনন্দের সাথে পালিত হয়েছে। এব্যাপারে আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ছিল।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট নীলফামারী সদর উপজেলা শাখার পরিচিতি সভা
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট (স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নব গঠিত নীলফামারী সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) সদর উপজেলা শাখা কমিটির…