পঞ্চগড় জেলার বোদা উপজেলায় শীতার্তদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার বোদা ইউনিয়নের প্রসাদ গ্রামের আল-আকসা মসজিদ মাঠে ৪ শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত নারী- পুরুষকে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় সমাজসেবী আহসান হাবীব আমজাদের আয়োজনে এবং কেয়া কসমেটিক লিমিটেডের পক্ষ থেকে এ শীতবন্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং বোদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহাব্বত, সমাজসেবক রবিউল ইসলাম এবং আল-আকসা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…