নীলফামারীর সৈয়দপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শীতার্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিনামুল্যে দুই শত ৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট (বাবু) উপস্থিত থেকে গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই কম্বলগুলো তুলে দেন।
এ সময় খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ওয়াদালী চৌধুরী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ও খাতামধুপুর ইউপির ট্যাগ অফিসার মকবুল হোসেন চৌধুরী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম, হিসাব সহকারী কাম – কম্পিউটার অপারেটর ফরহাদ হোসেন, খাতামধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল আলিমসহ অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাতামধুপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুই শত পঞ্চম টি শীতার্ত, গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে মাঝে নতুন কম্বল তুলে দেয়া হয়।
সৈয়দপুর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট (বাবু) জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য দুই শত ৫০টি শত কম্বল বরাদ্দ মিলেছে। আর বরাদ্দকৃত এ সব কম্বল প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তাই বরাদ্দকৃত স্বল্প পরিমাণ শীতবস্ত্র বিতরণে তাদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…