নীলফামারীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে শহরের একটি কমিউনিটি সেণ্টারে অর্ধদিনের ওই কর্মশালা অনুষ্ঠি হয়। কর্মশালার আয়োজন করে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। স্বাগত বক্তব্য দেন সনাক সহসভাপতি শামীমা হক। সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।
কর্মশালায় সনাক সদস্য, ইয়ুথ এনগেজমেন্ট এ- সাপোর্ট (ইয়েস) গ্রুপ এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) ৫০জন অংশগ্রহন করেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…