নীলফামারীর সৈয়দপুরে এস এ পরিবহনের মাধ্যমে পাচার হয়ে আসা প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় এন্তাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এস এ পরিবহন পার্সেল অফিসের সামনে থেকে তাকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক এন্তাজুল সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিদর্শক এনামুল হক নিজে বাদী হয়ে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর পূর্বক মাদক আইনে মামলা দায়ের করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সাথে এস এ পরিবহন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে।
রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, এস এ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে মাদকের এত বড় চালান আসার খবর পেয়েও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ ওই পার্সেল অফিসে হানা দেয়নি। বরং সেখান থেকে মাল নিয়ে যাওয়ার পথে ভ্যানসহ বাহককে আটক করা হয়। এর ফলে মাদকের মালিক ও পরিবহন কোম্পানিকে আড়াল করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতোপূর্বে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকেও ফেনসিডিলের বড় চালান আটক হলেও মালিক ও ওই পার্সেল সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
বিষয়টি নিয়ে এস এ পরিবহন পার্সেল সার্ভিসের সৈয়দপুর অফিসের ম্যানেজার মেহেদী হাসানের সাথে মুঠোফোন কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের অফিস থেকে ওই মাদক উদ্ধার করা হয়নি। বরং নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে মালসহ এর বাহক এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাল চট্টগ্রামের কাজীর দেউরী থেকে পাঠানো হয়েছে। তবে তিনি এই মাল কার নামে বুকিং হয়েছে এবং কে করেছে সে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিদর্শক এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি তথ্য দিতে গড়িমসি করে বলেন, থানায় এজাহার দায়ের করেছি সেখান থেকে পরে নিবেন। এস এ পরিবহন পার্সেল সার্ভিসের অফিসে কেন মাল আটক করা হয়নি জানতে চাইলে তিনি কোন কথা না বলে নির্বিকার থাকেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, টাপেন্টাডল ট্যাবলেটের আসামীকে থানা হেফাজতে দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছেন নীলফামারী মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এস এ পরিবহন সহ বিভিন্ন পার্সেল সার্ভিসের মাধ্যমে সৈয়দপুরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক আসছে। প্রায় প্রতিদিনই এমন চালান আসলেও অজ্ঞাত কারণে পার্সেল সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় এর সাথে জড়িত প্রকৃত মাদক কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এতে মাদকের ছড়াছড়ি বেড়েই চলেছে সৈয়দপুরে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…