সৌদিতে রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সেলফিতে ধরা পড়লেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’।একই দিন উৎসবে হাজির হয়েছেন রণবীর কাপুর। সেখানেই দেখা হয় তাদের।

‘দ্য নিউ হোম অব ফিল্ম‌’ প্রতিপাদ্য নিয়ে গেল ৫ ডিসেম্বর থেকে জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর।  

এদিকে উৎসবের প্রথম দিন থেকে হাজির আছেন মেহজাবীন। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। এর মধ্যে দেখা গেছে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তুলতে।

সেগুলো প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

মেহজাবীন ছাড়াও ‘সাবা’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার দায়িত্ব পালন করেন সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে।

‘সাবা’ সিনেমাটি নির্বাচিত হয়েছে রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। তাই নয়, এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ হয়েছে প্রথম প্রদর্শনী। এরপর ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে। উৎসবটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

  • Related Posts

    বছরের প্রথমদিনে আসছে বাংলায় ডাবিং হওয়া নতুন তুর্কি নাটক

    বাংলাদেশের দর্শকের কাছে তুরস্কের নাটক-সিরিজগুলোর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‌‘সুলতান সুলেমান’ দিয়ে যার শুরুটা হয়েছিল বেশ কয়েক বছর আগে। এরপর নানা প্রেক্ষাপটের গল্পে নির্মিত বেশ কিছু সিরিজ…

    Continue reading
    প্রকাশ পেয়েছে লায়লার কণ্ঠে আশিক বন্ধুর গান

    ‘ডাক্তার যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ’- এমন কথায় নতুন একটি গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গানটিতে কণ্ঠ দিয়েছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি