দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ১০টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিনের দিকনির্দেশনায় জুনিয়র কনসালটেন্ট ডা. আইনুন আক্তার লুনার প্রত্যাশার তত্ত্বাবধানে এবং মিডওয়াইফদের দক্ষতায় নরমাল ডেলিভারিগুলো সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন প্রসূতি মায়েদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন জানান, গত ২০২৩ সালে সারাবছরে ৬৭৬টি ডেলিভারী সম্পন্ন হয়েছে। এবছর ৭০০টি ডেলিভারী অতিক্রম করবে ধারণা করা হচ্ছে। শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও নভেম্বর মাসে ২৪ নভেম্বর পর্যন্ত ৭১টি ডেলিভারী হয়েছে।