রংপুরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫শে নভেম্বর) সকালে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ আব্দুল মান্নান। রংপুর জেলাপ্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, পাট বাংলাদেশের অর্থকারী ফসল। কিন্তু বিভিন্ন কারণে পাট তার সোনালি ঐতিহ্য হারাচ্ছে। পাট চাষ প্রসঙ্গে তিনি বলেন, পাট পচনের জন্য পর্যাপ্ত জলাধার না থাকায় পাট চাষীগণ দিনদিন পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। পাট চাষে কৃষকদের আগ্রহী করতে সরকার বিনামূল্যে পাট বীজ, সার ও ছত্রাকনাশক বিতরণ করছে। পাটজাত পণ্যের ব্যবহার প্রসঙ্গে অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, পলিথিন পরিহার করে পাটজাত পণ্য ব্যবহারে আমাদের অভ্যস্ত হতে হবে। পাটচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন রংপুর পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মেহেবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পাট চাষি, পাট ব্যবসায়ী, পাটপণ্য উদ্যোক্তা, জুটমিল মালিক, অটো রাইসমিল মালিকগণের প্রতিনিধি এবং সাবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।