নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মাঝ বয়সী এক অজ্ঞাত নামা ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের সৈয়দপুরের গোলাহাট রেলগেটে দুর্ঘটনাটি ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের সময় তার পড়নে ছিল সাদা চেক লুঙ্গি, ম্যাজেন্ডা রং এর ফুল হাতা সার্ট, মুখে গোঁফ, খোঁচা খোঁচা দাঁড়ি ও গায়ের রং শ্যামলা ফর্সা। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চিলাহাটিগামী আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস সৈয়দপুর শহরের অদূরে গোলাহাট রেলগেট অতিক্রম করছিল। এসময় ঐ ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসতর্কতার কারণে অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বিভিন্ন থানায় তাঁর পরিচয়ের চেষ্টা চলছে। লাস উদ্ধার করা হয়েছে।
নীলফামারীতে সদর উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরষ্কার বিতরণ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারী সদর উপজেলা পর্র্যায়ের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারী) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ…