নীলফামারীতে ২৬ জন বিক্রেতা দিয়ে চালু করা হলো ‘ন্যায্য মুল্যের বাজার’

বর্তমানে নিত্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে নীলফামারী জেলা প্রশাসনের তত্বাবধানে ন্যায্যমুল্যের বাজার চালু করা হয়েছে। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজার এলাকায় ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, সেনাবাহিনীর মেজর হাসান মাহমুদ, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী প্রমুখ।
এছাড়াও, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।
উদ্বোধনী দিনে মুলা ৪০ টাকা, ফুলকপি ৬০টাকা, বেগুন ৪০ টাকা, লাউ প্রতিপিস ৩৫ টাকা, ডিম ৪৩টাকা হালিতে বিক্রি হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ বলেন, কৃষি বিপণন কর্মকর্তার ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় এই ন্যায্যমুল্যের বাজার পরিচালিত হচ্ছে। আজ থেকে চালু হলো এবং চলমান থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দ্রব্যমুল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে। এতে নিত্য পণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোন সময়। ২৬জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

  • Related Posts

    পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত

    দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…

    Continue reading
    শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

    বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…

    Continue reading

    সকল

    ‘হায়েস্ট পেইড’ অভিনেত্রী, রাজামৌলীর সিনেমায় কত নিচ্ছেন প্রিয়াঙ্কা?

    ‘হায়েস্ট পেইড’ অভিনেত্রী, রাজামৌলীর সিনেমায় কত নিচ্ছেন প্রিয়াঙ্কা?

    সৈয়দপুরে সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্ম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠিত

    সৈয়দপুরে সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্ম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠিত

    ৮০ বোতল ফেন্সিডিল নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ৮০ বোতল ফেন্সিডিল নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সৈয়দপুরে চাকুরীজীবদের ৯ম পে-স্কেল ঘোষনার দাবিতে প্রতিবাদ সমাবেশ

    সৈয়দপুরে চাকুরীজীবদের ৯ম পে-স্কেল ঘোষনার দাবিতে প্রতিবাদ সমাবেশ