বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর শহর শাখার আমীর হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন শরফুদ্দীন খান। শনিবার (১৬ নভেম্বর) তিনি নতুন সেশনের জন্য আনুষ্ঠানিক ভাবে শপথ নিয়েছেন।
এদিন সকাল সাড়ে ৯ টায় আল-ফারুক একাডেমির হলরুমে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
সৈয়দপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে রুকনগণ উপস্থিত ছিলেন। শপথ শেষে মুনাজাত পরিচালনা করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়াও ওই অনুষ্ঠানে শহর জামায়াতের সুরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ওয়াজেদ আলী, হাজী মোখলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মোমিন, সেকেন্দার আদনান, এম খানম, ফারিয়াল জেরিন হেনা, সানজিদা আকতার, শাহনাজ পারভীন ও ফাতেমা আলম। পৌর ৬নং ওয়ার্ড শাখার আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিকুল ইসলাম।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া যে, আজ আমরা ফ্যাসিবাদের জুলুম থেকে পরিত্রান পেয়েছি। ইসলামের আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। আগামী দিনে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে দলমত নির্বিশেষে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে এগিয়ে আসতে হবে।