‘কাবিং করি সবুজ প্রকৃতি গড়ি’ এ প্রতিপাদ্যে নীলফামারীতে ৫দিন ব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৮ম ক্যাম্পুরী চীফ আশরাফুল হক।
বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার শাখার আয়োজনে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এবং স্কাউটসের সহকারি লিডার ট্রেনার আবু ছায়েদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বাংলাদেশ স্কাউটসের সাবেক যুগ্ন নির্বাহী পরিচালক তৌহিদ উদ্দীন আহমেদ, বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার কমিশনার গোলাম মোস্তফা খোকন, ৮ম কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান , স্কাউটসের সহকারি লিডার ট্রেনার খলিলুর রহমান প্রমূখ।
৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান জানান ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেছে। প্রত্যেক বিদ্যালয় থেকে একজন কাব লিডার শিক্ষক সহ ৬জন কাব শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে ।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…