বেসরকারি ২৪ ট্রেনের লিজ বাতিল করল রেলওয়ে

 বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়।

চুক্তির শর্ত না মানায় লিজ বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তবে এখনো লিজ বাতিল হওয়ার ২৪ ট্রেনের তালিকা প্রকাশ করা হয়নি। সেই সঙ্গে সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেনি বাংলাদেশ রেলওয়ে।

চুক্তি বাতিলের তথ্যটি মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।

তিনি বলেন, ট্রেনের চুক্তি আজ থেকেই বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত আজই কার্যকর হচ্ছে।  

কেন বাতিল করা হলো জানতে চাইলে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

রেলওয়ে সূত্র জানায়, বাতিল হওয়া ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি হয়।

  • Related Posts

    সৈয়দপুরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    নীলফামারীর সৈয়দপুরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে পাঁচটি ব্যাটারীচালিত রিক্সাভ্যান বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিপ্তরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ওই…

    Continue reading
    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ

    নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে তিন লাখ ৭১ টাকার অনুদানের চেক এবং ৫১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ,…

    Continue reading

    সকল

    বাংলাদেশে স্কুইড গেম প্যারোডি

    বাংলাদেশে স্কুইড গেম প্যারোডি

    সৈয়দপুরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    সৈয়দপুরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ

    নীলফামারীতে আশার বিনামূল্যে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

    নীলফামারীতে আশার বিনামূল্যে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত