‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে নীলফামারী সরকারী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের দর্শন বিভাগের অধ্যাপক শামসুল আলম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বাবুল হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক শায়লা পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন। আলোচনা সভায় কলেজের সকল শিক্ষার্থীরা সভায় অংশ গ্রহণ করেন।
জেলা তথ্য কর্মকর্তা জানান, আমাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী প্রজন্মকে দক্ষ ও জুলাই বিপ্লবের আদর্শকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানানো হয় সভায়।