প্রাকৃতিক পরিবেশে নীলফামারীতে গড়ে উঠেছে মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। নীলফামারী জেলা সদর থেকে ঐতিহ্যবাহী নীলসাগর সড়কের হাজীগঞ্জে গড়ে উঠেছে এই রিসোর্ট ও ওয়াটার পার্ক। পার্কটির পরিসর ছোট্ট হলেও মালিকের চিন্তা ভাবনা সুদূর প্রসারী। আমেরিকা প্রবাসী জনৈক ব্যক্তি মানুষের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে এটি গড়ে তুলেছেন।
কথা হয় মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কের রাজুর সাথে। তিনি জানান, স্থানীয় হাজীপাড়ার বাসিন্দা ও প্রবাসী কামরুল ইসলাম লিটু নিজ উদ্যোগে এটি গড়ে তোলা হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথমের দিকে এটি তড়িখড়ি করে চালু করা হয়েছে। পানির মধ্যে খেলনা সাজানোর কাজ শুরু হয়েছে। বিদেশ থেকে পানির মধ্যে স্থাপনের জন্য অনেক খেলনা এসেছে। ইতিমধ্যে এসব স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রায় ৬ বিঘা জমির উপর এটি গড়ে তোলা হয়েছে।
মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কে বসার রঙিন বেঞ্চ, কৃত্রিম নীল তিমি মাছ, ব্যাঙ, প্যাডেল নৌকা, বক, বসার নান্দনিক স্থান, ছাতা, প্রজাপতি ইত্যাদি স্থাপন করা হয়েছে। গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছে পার্কিং। পুকুরের চারিদিকে রয়েছে ডাব ও নারকেলের গাছসহ শোভা বর্ধন নানা জাতের গাছে।
গেটম্যান আমজাদ হোসেন জানান, প্রতিদিন এই পার্কে দেড় শতাধিক লোকজন দেখতে আসেন। উৎসবে এই সংখ্যা অনেক বেড়ে যায়। প্রতিজনের জন্য ৩০ টাকা, ৩ বছরের উর্ধে বাচ্চাদের প্রবেশে টিকিট কাটতে হয়। আর গাড়ি পার্কিং এর জন্য ৩০ টাকা, সাইকেল ও মোটরসাইকেল পার্কিং চার্জ গুণতে হয়। তিনি বলেন, এই মালিকের পরিচালনায় পার্কের সাথে লাগা মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল পরিচালিত হচ্ছে। যেখানে মানুষ সেবার জন্য আসছেন।
মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রওনক জামান হৃদয় বলেন, ছোট্ট পরিসরে হলেও পার্কটি ছিমছাম ও পরিস্কার-পরিচ্ছন্ন। পরিবেশটা নিরিবিলি ও মনোরম ও কোলাহলমুক্ত। ভালো লাগার মতো একটি জায়গা।