রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ক্যানসার এমন একটি রোগ যা রোগী ও তার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করে। যথাযথ সময়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে, এই রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। এইচপিভি টিকা প্রসঙ্গে তিনি বলেন, এই টিকা গ্রহণ করলে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার হওয়ার সম্ভবনা কমে যায়। এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সি শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান করা হবে। কিশোরীদের এইচপিভি টিকা নিতে উদ্ধুদ্ধ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, স্বাস্থ্য অধিদপ্তর রংপুরের পরিচালক ড. হারুন-অর-রশীদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।