‘ভঙ্গুর হাড়কে না বলুন’ (সে নো টু ফাঙ্গাঁজাইলিন বোন) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে হাড় ক্ষয় রোধে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন, নীলফামারী জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অব অর্থপেডিকস্ সার্জারী বিভাগ।
রবিবার (২০ অক্টোবর) সকালে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি র্যালি বের করে হাসপাতাল চত্তর ঘুরে এসে পুরনায় আলোচনা সভায় মিলিত হয়।
জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডাক্তার মো. আবু আল হাজ্জাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাক,গলা,কান বিশেষজ্ঞ (সিনিয়র কনসালটেন্ট) ডাক্তার মো. জাহাঙ্গীর আলম। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার মো. আব্দুর রহিম। এতে সহযোগিতা করেন, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।
সিনিয়র কনসালটেন্ট অর্থপেডিকস্ ডাক্তার মো. গোলাম মোস্তফা শুভ্র এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কনসালটেন্ট মেডিসিন ডা. আব্দুল মতিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চল্লিশর্দ্ধো বষস্কদের হাড় ক্ষয়ের প্রবনতা বেড়ে যায়। তাই হাড় ক্ষয় রোধে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। ক্যালসিয়াম জাতীয় খাবার ও হাড় গঠনের বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে একজন মানুষ এসব রোগ থেকে মুক্তি পাবে।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…