রংপুরে সরকার নির্ধারিত দামে ডিমবিক্রি শুরু হয়েছে। রবিবার (২০শে অক্টোবর) দুপুরে রংপুর জেলাপ্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ-এর যৌথ উদ্যোগে এই ডিমবিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জাতীয় ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, রংপুর কৃষি বিপণন অধিদপ্তর এবং রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের গেট সংলগ্ন-অস্থায়ী ডিম বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত ১১ টাকা ৮৭ পয়সা মূল্যে প্রতিটি ডিম বিক্রি করা হবে। ডিমের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয়দিন এই ডিমবিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় প্রতিদিন ১০ হাজার ডিম বিক্রি করা হবে।
রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই…