‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপুর্ণ’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার(১৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর নীলফামারীর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান।
এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সঠিক ভাবে হাত ধোয়ার কলা কৌশল দেখানো হয়।