‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে সামাজিক বন বিভাগের উদ্যোগে পনেরো দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন। মেলা উদ্বোধন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। জীববৈচিত্র্যের সমৃদ্ধি, টেকসই পরিবেশ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বৃক্ষমেলা মানুষকে বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আবু বকর সিদ্দীক, রংপুর রেঞ্জ ডিআইজির অতিরিক্ত ডিআইজি মো: মিজানুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পনেরো দিনব্যাপী এই মেলায় ৫৬ টি স্টল স্থান পেয়েছে।