বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী শহরের আল-হেলাল একাডেমীতে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
জেলা জামায়াতের আমীর আব্দুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য এ্যাডভোকেট আব্দুল বাতেন। জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আমান ও অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আনোয়ারুল ইসলাম ও এ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদ সদস্য আবু হানিফা, মনিরুজ্জামান জুয়েল, ছাদের হোসেন, আব্দুল কাজেম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কারণে আমাদের অনেক নেতাকর্মীদের ঘর-বাড়ি পরিবার ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। যারফলে দীর্ঘদিন ধরে আমাদের সকল কার্যক্রম বন্ধ ছিল। অনেক নেতা-কর্মীরা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অবদান ত্যাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কখন ভুলবে না। প্রত্যেক জেলায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আসা করছি আবারও প্রত্যেক জেলায় জামায়াত শক্ত হয়ে উঠবে।
সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৮৪৮জন সদস্যের ভোট প্রদান করা হয়। কেন্দ্রীয়ভাবে ভোটের গণণা শেষে জেলা আমীর নির্বাচন করা হবে। তবে নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম জানানো হয়নি।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…