০৭ অক্টোবর ২০২৪ তারিখ ১৯৪০ ঘটিকায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড় জেলার বোদা থানাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান হতে ০৫ জন বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদের হাতে-নাতে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন শ্রী নন্দ কিশোর রায় (৪৫), পিতা-মৃতঃ মধুসূদন; শ্রী পরিমল রায় (২১), পিতা-শ্রী নন্দ কিশোর রায়; শ্রী নিত্যানন্দ রায় (২১), পিতা-শ্রী তৈলক্ষ্য রায়; শ্রী সঞ্জয় চন্দ্র (১৭), পিতা-শ্রী বড়কান্ত চন্দ্র এবং শ্রী কল্যাণ রায় (২৪), পিতা-মৃতঃ সিবেন। উক্ত ব্যক্তিদের পঞ্চগড় জেলার বোদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে এবং অত্যন্ত তৎপরতা প্রদর্শন করছে। অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ।